আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টেন ক্রিকেটের পঞ্চম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি। একইসাথে বাংলা টাইগার্স দলে দেখা যাবে তারকা পেসার মোহাম্মদ আমিরকেও। শুধু আফ্রিদি আর আমির নয়; বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে ফাফ ডু প্লেসি, জেমস ফকনার, আন্দ্রে ফ্লেচারদের মতো তারকাদের। টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফদ্দিনকেও দেখা যাবে এই দলে।
The Tigers are ready to ROAR! ?
Here is the 17 man @BanglaTigers_ae squad selected in last night’s draft ?#AbuDhabiT10 #Season5 #CricketsFastestFormat pic.twitter.com/LV9xUAy7Xa
— T10 League (@T10League) October 8, 2021
টি-টেন ক্রিকেটের এবারের আসরে দেখা যাবে ক্রিস গেইল, মইন আলি, ইমরান তাহির, ডোয়াইন ব্রাভো, ইয়ন মরগান, উপুল থারাঙ্গা, সমিত পাটেলদের মতো বিদেশি খেলোয়াড়দের। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বরে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
The home side are ready for action ?
Here are the 15 players who are looking to take @TeamADCricket to their first #AbuDhabiT10 title ?#AbuDhabiT10 #Season5 #CricketsFastestFormat pic.twitter.com/poxms27Szi
— T10 League (@T10League) October 8, 2021
ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। নর্দান ওয়ারিয়র্স, বেঙ্গল টাইগার্স, ডেকান গ্লাডিয়েটর্স, মারাঠা অ্যারাবিয়ান্স, দিল্লি বুলসের সাথে আরেকটি দল টিম আবুধাবি। টিম আবুধাবির হয়ে মাঠে দেখা যাবে ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে।