৪৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে বাংলাদেশ। নতুন বলে শাহীন শাহ আফ্রিদি-হাসান আলীর দুর্দান্ত সব সুইং। আউট, ইন এবং লেট সুইংয়ে বিভ্রান্তিতে টাইগার ব্যাটসম্যানরা, নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট।
শুরুটা সাদমান ইসলামকে দিয়ে, পঞ্চম ওভারে। শাহীনের ইনসুইংয়ে পরাস্ত সাদমান, পাকিস্তান দলের এলবিডব্লিউয়ের আবেদন এবং আম্পায়ারের আউটের ইশারা। টাইগার ওপেনার রিভিউ নিলেও নিজেকে পারেননি বাঁচাতে। দুই বল পরেই আউটসুইংয়ে নাজমুল হোসেন শান্তর ব্যাট লেগে স্লিপে ক্যাচ; মেইডেন দুই উইকেট শাহীনের।
এরপরের ওভারেই বল হাতে হাসান আলী, টাইগার ওপেনার মুমিনুল হককে কোনো রান করার আগেই বানিয়েছেন নিজের শিকার। শূন্য রানে প্যাভিলিয়নে শান্তও। তখনও পিচে থিতু হয়ে দাড়িয়ে সাইফ হাসান। কিন্তু, তিনিও পারেননি ইনিংসটাকে বড় করতে, শাহীনের বাউন্সারে পরাস্ত হয়ে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন ড্রেসিংরুমে।
দিনশেষে বাংলাদেশের স্কোর ৩৯/৪ মুশফিকুর রহিম ১২* ও ইয়াসির আলী ৮ রান করে দিন শেষ করে এসেছেন। বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ৮৩ রানে।