১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

আবার মুখোমুখি মেসি-রোনালদো?

- Advertisement -

ফুটবল ভক্তদের জন্য ভালো সংবাদ, আবার দেখা যেতে পারে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত লড়াই। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জুভেন্তাসের মুখোমুখি হবে বার্সেলোনা। অগাষ্টের ৮ তারিখ ন্যু ক্যাম্পে হুয়ান গ্যাম্পার ট্রফিতে তুরিনের ক্লাবটিকে আতিথ্য দিবে কাতালানরা। সবশেষ দুদল মুখোমুখি হয়েছিল গত বছর, চ্যাম্পিয়ন্স লিগে। একই দিনে জুভেন্তাসের নারী দলের মুখোমুখি হবে বার্সেলোনা নারী দল।

ব্যালন-ডি-অর মঞ্চে পাশাপাশি মেসি-রোনালদো। ছবি: ইন্টারনেট

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো, বর্তমান বিশ্বের সেরা দুই খেলোয়াড়। শুধু তাই নয়, তাদের ধরা হয় তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দুই ফুটবলার হিসেবে। মাঠের লড়াইয়ে দুজনে আবার সমানে সমান। রেকর্ড ছয়বারের ব্যালন-ডি-অর জিতেছেন লিওনেল মেসি, পাঁচবার সে পুরস্কার গেছে পর্তুগিজ সুপারস্টারের ঘরে। শুধুই বর্ষসেরা পুরস্কার নয়, সর্বকালের সেরা গোলদাতার লিস্টেও আছে মেসি-রোনালদোর নাম। ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৭৮৩, দুই বছরের ছোট মেসির গোল ৭৪৮।

স্প্যানিশ জায়ান্টদের কাছে হুয়ান গ্যাম্পার ট্রফি ঐতিহ্যবাহী এক টুর্নামেন্ট। ১৯৬৬ সাল থেকে প্রতি বছর মৌসুম শুরুর আগে এই ম্যাচ খেলে থাকে কাতালানরা। যার সবশেষ আটটাতেই জিতেছে রোনাল্ড ক্যোমানের দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img