২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

আমি নিশ্চিত, সাকিব খুব ভালোভাবেই ফিরে আসবে: তামিম

- Advertisement -

সাকিব আল হাসানের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে একেবারেই অবদান রাখতে পারেননি। পুরনো আলোচনা আবারও উঠেছে, সাকিবের অবসর নেয়ার সময় কি ঘনিয়েই আসলো? দুইদিন আগেই সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ কঠোর ভাষায় বিশ্বসেরা অলরাউন্ডারের সমালোচনা করলেও তামিম ইকবাল মনে করেন, সাকিব আবারও ফিরবেন স্বরূপে।

ইএসপিএন ক্রিকইনফোর এক অনুষ্ঠানে তামিম কথা বলেছেন সাকিবের বর্তমান অফফর্ম প্রসঙ্গে।

“সাকিব তার ক্যারিয়ারে এই রকম পরিস্থিতির সম্মুখীন এর আগেও হয়েছে। আমি নিশ্চিত, সে খুব ভালোভাবেই ফিরে আসবে”-তামিম ইকবাল 

দ্রুতই অফফর্ম কাটিয়ে সাকিব ফর্মে ফিরবেন। এমন আশাবাদ ব্যক্ত করে তামিম আরও বলেন, “সে বাংলাদেশের খুব ভালো একজন খেলোয়াড়। দেশের ক্রিকেটে সাকিব অনেক অবদান রেখেছে, ব্যক্তিগতভাবেও তার অনেক অর্জন রয়েছে। গত এক বছরে তেমন রান করতে পারেনি তবে আমার সাকিবের উপর বিশ্বাস আছে যে, সে কীভাবে ব্যাট এবং বলে দলের জন্য অবদান রাখতে পারে তা খুঁজে বের করবে।”  

উল্লেখ্য, বিশ্বকাপের দুই ম্যাচে ১৮ বল খেলে সাকিব এখন পর্যন্ত করছেন ১১ রান, মারতে পারেননি কোনো বাউন্ডারিও। বল হাতে এখন ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৩৬ রান, তবে উইকেটের দেখা পাননি একটিও। বুধবার টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও চাপ ধাপ পিছিয়ে নেমে গেলেন পাঁচ নম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img