মাঠে কিষান ভালো খেললেও সব প্রশংসা একাই কেড়ে নেয় সূর্য। কি অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। এমন কথাই ম্যাচ শেষে আইপিএল টি-টোয়েন্টি ডট কমে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন মুম্বাইয়ের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান।
ভিডিওটিতে কিষান সূর্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তুমি যখন টাইম আউটের আগে স্যাম কারানকে মাঠের চারদিকে মারছিলে, আমি তখন ভাবছিলাম যেদিন আমি ভালো ইনিংস খেলি, সেদিন সব ক্রেডিট তুমি নিয়ে নাও। তাই মানুষ আমাকে নিয়ে কথা বলে না”
বুধবার রাতে আইপিএলে পাঞ্জাব কিংসের ২১৪ রান টপকে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। দলের জয়ে ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন মুম্বাই ওপেনার ঈশান কিষান। এছাড়াও ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।
আইপিএলের শুরুতে রান খরায় ভুগছিলেন সূর্যকুমার। শেষ কয়েকটি ম্যাচে এসে নিয়মিত রান পাচ্ছেন তিনি। গত ৩০ এপ্রিল রাজস্থানের করা ২১২ রানের জবাবে সূর্যের ব্যাট থেকে এসেছিল ৫৫ রান। এর আগে পাঞ্জাবের বিপক্ষে চলতি মৌসুমের প্রথম ম্যাচেও খেলেছিলেন ৫৭ রানের একটি ইনিংস।
এছাড়া তেমন ফর্মে ছিলেন না মুম্বাই ওপেনার ঈশান কিষানও। তবে সম্প্রতি রান ফিরেছে এই বাঁহাতি ব্যাটারের ব্যাটেও। যার ফলে আইপিএলের পয়েন্ট টেবিলেও উপরে উঠে আসছে দলটি। বর্তমানে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে তারা।