৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়লো জ্যোতিরা

- Advertisement -

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশে ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। তবে আরব আমিরাতে আয়োজন করা হলেও আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশেরই। সেজন্য বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের টুর্নামেন্ট।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২০১৪ সালের পর সর্বশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই দীর্ঘদিনের ক্ষুধা মেটাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। দেশ ছাড়ার আগে এই কথাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

জ্যোতি বলেন, “বিগত বিশ্বকাপগুলোতে আমাদের ম্যাচ জেতার কোন রেকর্ড ছিলনা। তাই আমাদের প্রথম টার্গেট থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি। এই মোমেন্টামটা যদি পিক করতে পারি অবশ্যই সেমিফাইনালের দিকে চোখ আছে।” 

এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে জ্যোতির শততম টি-টোয়েন্টি ম্যাচ। ব্যক্তিগতভাবে ভালোকিছু করার পাশাপাশি দল হিসেবে সেই দিনটি স্মরণীয় করে রাখতে চান জ্যোতি। প্রত্যেকটা খেলোয়াড় নিজের দায়িত্ব ভালোভাবে পালন করলেই ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন তিনি।

“ওভারঅল বলব যে আমাদের দল হিসেবে পারফর্ম করতে হবে কারণ আমি যেটা বিশ্বাস করি আমাদের যে টিম কম্বিনেশন সবাইকে কন্ট্রিবিউট করতে হবে ম্যাচ উইনের জন্য। সেক্ষেত্রে বলব প্রত্যেকটা ইন্ডিভিজ্যুয়াল প্লেয়ারের যে রোলগুলো আছে সেটা যদি ভালোভাবে করতে পারে তাহলে আমাদের ম্যাচ জেতার যে চিন্তাভাবনাটা সেটার সম্ভাবনা বেড়ে যাবে”-তিনি আরো বলেন 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img