১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

আর্সেনাল-লিভারপুল হেভিওয়েট ম্যাচ, নামছে ম্যানসিটি, পিএসজি

- Advertisement -

আন্তর্জাতিক বিরতির পর আবারো মাঠে ফিরছে ইউরোপিয়ান ফুটবল। রোববার রাত একটায় ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে আতিথেয়তা দেবে আর্সেনাল। বিগ ম্যাচের আগে শুরু হয়েছে কথার লড়াই।

আর্সেনাল বস মিকেল আর্তেতা বলেছেন,

‘’ গত মাসে চেলসি আর ফুলহ্যামের সাথে হেরেছে তারা, কিছুটা হলেও মানসিক অস্বস্তিতে আছে লিভারপুল, ঘরের মাঠে সেই সুযোগটাই কাজে লাগাতে চাই আমরা’’

ইনজুরিরর কারণে তিন ম্যাচ মাঠের বাহিরে ছিলেন রবের্তো ফিরমিনো, তবে সুস্থ হয়ে মাঠের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে নিজেদের শেষ ম্যাচ দুটো জিতেছিল অলরেডরা, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ইয়ূর্গেন ক্লপকে। বলেছেন,

‘’শেষ দুটো ম্যাচ জিতেই আন্তর্জাতিক বিরতিতে গিয়েছি, ফিরমিনো ছাড়াও জর্ডান এডারসন ইনজুরি থেকে অনুশীলনে ফিরেছে যেটা দলের জন্য ভালো, আশা করি জয় নিয়েই ফিরবো আমরা’’

হেড টু হেডের বিচারে অনেকটাই এগিয়ে লিভারপুল। দু-দলের শেষ ৫৭ দেখায় আর্সেনালের জয় ১৬ আর অলরেডরা জিতেছে ২২ ম্যাচে। যদিও ২০১৬ সালের আগস্টের পর গার্নাসদের মাঠে জয়ের পায়নি লিভারপুল। তবে চলতি মৌসুমে লন্ডনে যে পাঁচ ম্যাচ খেলেছে তার চারটিতেই জয় পেয়েছে ক্লপের শিষ্যরা। সব কথার লড়াই সমাপ্ত হবে ম্যাচ শেষেই। তবে মজার একটা তথ্য, শেষ ৮ এ্যাওয়ে ম্যাচে প্রথমেই গোল করেছে লিভারপুল এমিরেটস স্টেডিয়ামেও সেটা হয় কিনা দেখা যাক। ম্যাচ শুরু রবিবার বাংলাদেশ সময় রাত একটায়।

লিভারপুল আর্সেনাল লড়াইয়ের দিনেই লিস্টার সিটির মুখোমুখি হবে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। এবারের মৌসুমে সিটিজেনরা যেভাবে খেলছে তাতে শিরোপা তাদের হাতেই দেখছে ফুটবল বিশেষজ্ঞরা। শেষ ১৬ ম্যাচে হারেনি পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে কিংবা প্রতিপক্ষের মাঠে সিটিজেনরা অপ্রতিরোধ্য।

হেড টু হেডে ম্যান সিটি অনেকটাই এগিয়ে। দু-দলের ৮৪ দেখায় লিস্টারের জয় ২৭ বিপরীতে ৩৯ জয় সিটিজেনদের। শেষ দুই ম্যাচে বড় জয় পেয়ে অনেকটা ফুরফুরে মেজাজেই ঘরের মাঠে নামবে দ্য ফক্সরা, ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকাতেও তৃতীয় অবস্থানে তারা। ম্যাচ শুরু শনিবার রাত সাড়ে দশটায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ের দিনেই ফ্রেঞ্চ লিগেও আছে জমজমাট ম্যাচ। প্যারিসে দুই টেবিল টপার পিএসজি আর লিলঁ লড়বে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লি্লঁ।

কোচ পচেত্তিনো দায়িত্ব নেয়ার পর থেকে বেশ ভাল ফর্মে আছে পিএসজি, তাঁর অধীনেই ১৩ ম্যাচ খেলে ৯ জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। হেড টু হেডের পরিসংখ্যানে এমবাপ্পেরা বেশ এগিয়ে থাকলেও এবারের মৌসুমে ভালো ফর্মে আছে লিলঁ। দুই দলের শেষ দেখা গেল মার্চেই, কোপাঁ দে ফ্রান্স টুর্নামেন্টে, ৩-০ তে জিতেছিলো প্যারিসের দলটা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img