গল টেস্ট জিতার সব আয়োজন চতুর্থ দিনই করে রেখেছিলো ইংল্যান্ড। শেষ দিন বাকি ছিল আনুষ্ঠানিকতা। ৭ উইকেটের বড় জয় ইংলিশদের। দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারিরা। এই ম্যাচে শ্রীলঙ্কার অর্জন বলতে ইনিংস পরাজয় এড়ানো। ইংল্যান্ডকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানো।
জয়ের জন্য মাত্র ৭৪ রানের লক্ষ্য ছিল। ৩ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রয়োজন ছিল ৩৬ রান। কোন উইকেট না হারিয়ে তা তুলে নেয় ইংলিশরা। জনি বেয়ারস্টো ৩৫ রানে অপরাজিত ছিলেন। তাঁর আগে জো রুটের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪২১ রান করে ইংল্যান্ড। আর শ্রীলঙ্কা দুই ইনিংসে করে ১৩৫ এবং ৩৫৯ রান। গলেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ জানুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড- প্রথম ইনিংস ৪২১ ( জো রুট ২২৮, লরেন্স ৭৩, বেয়ারস্টো ৪৭) পেরেরা ৪/১০৯
দ্বিতীয় ইনিংস ৭৬
শ্রীলঙ্কা- প্রথম ইনিংস ১৩৫ ( চান্দিমাল ২৮, ম্যাথিউস ২৭) বেস ৫/৩০
দ্বিতীয় ইনিংস ৩৫৯ (থিরিমান্নে ১১১, ম্যাথিউস ৭১, কুশাল পেরেরা ৬২) লিচ ৫/১২২