মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জিমি ওয়েভারটনের ইনজুরিতে দলে জায়গা পেয়েছেন ক্রিস জর্ডান। তবে জর্ডানের দলে ফেরাতে জায়গা হারিয়েছেন ক্রিস ওকস। তবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো, ২০২৩ সালের মে মাসের পর কনুইয়ের ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন জোফরা আর্চার।
আইপিএলে দারুণ ফর্মে থাকা জস বাটলারের সঙ্গে টপ অর্ডার ব্যাটার হিসেবে থাকছেন ফিল সল্ট, উইল জ্যাকস ও জনি বেয়ারস্টো। তবে এই বিশ্বকাপের দলে সুযোগ পাননি টেস্টের অধিনায়ক বেন স্টোকস। ২০১৮ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতাতে স্টোকসের বড় অবদান ছিল। বিশ্বকাপে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইল জ্যাকস এবং টম হার্টলি।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক),মঈন আলী (সহ-অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।