মারা গেছেন সাবেক ইংলিশ তারকা স্ট্রাইকার পল মেরিনার। শুক্রবার মৃত্যুর সময় আর্সেনালের সাবেক এই তারকার বয়স হয়েছিল ৬৮ বছর।
We're sad to have learned that Paul Mariner, who made 35 appearances for the #ThreeLions, has passed away at the age of 68.
Mariner represented England between 1977 and 1985, scoring 13 goals.
Our thoughts and sympathies are with his family, friends and former clubs. pic.twitter.com/kusQZYmVs4
— England (@England) July 10, 2021
ক্লাব ক্যারিয়ারে ইপসুইচের হয়ে জিতেছেন শিরোপা। ১৯৭৮ সালে জিতেছেন এফএ কাপ, দুই বছর বাদে ১৯৮০ সালে জিতেছেন ইউয়েফা কাপ। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। ১৯৮০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ১৯৮২ সালের ইংলিশ দলেও ছিলেন তিনি। দেশের জার্সি গায়ে করেছেন ১৩ গোল।
ইপসুইচ ছাড়ার পর তিনি যোগ দেন আর্সেনালে। এরপর খেলেন পোর্টসমাউথে। ক্যারিয়ার শেষ করার আগে খেলেছেন অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে। খেলা ছাড়ার পর তিনি কোচ হিসেবে যোগ দেন। তিনি কানাডায় চলে যান এবং মেজর লিগ সকারের ক্লাব টরেন্টো এফসির হয়ে সাত মাস কোচিং করান।