২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

ইউএস মাস্টার্স টি-১০ লিগে আট বাংলাদেশি

- Advertisement -

যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি লিগে ইউএস মাস্টার্স টি-১০ লিগে দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, আরাফাত সানি, আরিফুল হক, আল-আমিন হোসেনসহ আট বাংলাদেশি ক্রিকেটার।

বুধবার ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।

ইউএস মাস্টার্স টি-১০ লিগের দ্বিতীয় আসরে ড্রেটয়িট ফ্যালকনসের হয়ে খেলবেন মাশরাফি। একই দলের হয়ে খেলবেন আরিফুল হক ও মাশরাফির একসময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল ও সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও।

এছাড়া শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি, আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি। এনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে।

আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-১০ লিগ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img