জমে উঠেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেও ২৯ বছর পর শেষচারে ডেনমার্ক। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ২৫ বছর পর অধরা সাফল্যকে খোঁজা ইংল্যান্ড। ৮ জুলাই (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রাত একটায় মাঠে নামবে দুদল।
ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা চারের আগেই বাদ পড়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফিফা র্যাংকিংয়ের এক নম্বর দল বেলজিয়াম।
এদিকে সব হেভিওয়েট দল বাতিলের খাতায় চলে গেলেও টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে কোয়ার্টারে টানা ৩২ ম্যাচ জয় করা ইতালি ও স্পেন। ওয়েম্বলিতে ম্যাচটি শুরু হবে ৭ জুলাই (বুধবার) রাত ১ টায়।
দুই সেমিফাইনালের জয়ী দলকে আগামী (১১ জুলাই) রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। দুই সেমিফাইনালের মতো ফাইনাল ম্যাচটিও হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।