২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

উইকেট নিয়ে ভাবছেন না শান্ত

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার সকাল ৬:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্ট শুরু থেকেই যুক্তরাষ্ট্রের উইকেটগুলো নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উইকেট যতই কঠিন থাকুক না কেন যাদের স্কিল ঠিক আছে তাদের খুব একটা অসুবিধা হবে না। সেই সাথে উইকেট নিয়ে চিন্তার কিছু নেই বলেও মনে করেন শান্ত।

তিনি বলেন, “এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কিছু আছে। যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, স্কিল আছে.. সেই স্কিলের উপর বিশ্বাস করে খেললেই হবে”

অনুশীলনে বাংলাদেশ দল

বিশ্বকাপ খেলতে আগেভাগেই যুক্তরাষ্ট্র গেছে বাংলাদেশ। স্বাগতিকদের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। তবে যুক্তরাষ্ট্র গিয়ে লিটন কুমার দাশ-সৌম্য সরকাররা যথেষ্ট অনুশীলন করেনি বলে গুঞ্জন আছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সবাই প্রস্তুত আছে বলে জানিয়েছেন শান্ত।

টাইগার অধিনায়ক বলেন, “সবাই ভালোমতো প্রস্তুত। ফ্যাসিলিটিজ যতটাই ছিল, আমরা নেয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই। এরপরও যতটা ভালো নেয়া যায় প্র্যাকটিস থেকে, ততোটা নেয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, সবাই খুব ভালোমতোই প্রস্তুত আছে”

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইটাও জমে উঠেছে বেশ। তবে মাঠে যে দল ভালো খেলবে তারাই জিতবে বলে মনে করেন শান্ত।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img