১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

এই কষ্টটা রয়ে যাবে: মাশরাফী

- Advertisement -

গত কয়েকদিনে দেশে এত কিছু হয়ে গেল, তবুও চুপ ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। অবশেষে কথা বললেন; বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন তার আক্ষেপের কথা।

“এই কষ্ট থাকবেই। হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে”- বলছিলেন মাশরাফী

কথা বলতে না পারার পেছনে একজন এমপি হিসেবে কিছু বিধিনিষেধও ছিল। সেটাও স্পষ্ট করেছেন মাশরাফী। তবে একটা ব্যাপার তবুও বলেছেন, এই কষ্ট তার কখনোই দূর হবে না, “সবসময় সব কথা বলা যায় না। কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম। আজকে কিছু বলছি। কিছু হয়তো সামনে বলব। জীবনে অনেক কিছু হবে। তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনও যাবে না। নিজের ওপর সেই হতাশা সবসময়ই থাকবে।”

মাশরাফী আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। আরো একটা মৌসুম বিপিএল বা ডিপিএল খেলার পরিকল্পনা ছিল। দেশের এই পরিস্থিতিতে তাও হবে কি না, সেটাও অজানা। ভবিষ্যতে বিসিবিতে আসার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেছেন, “যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না! হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে। কেউ কখনও সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকব। কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই। ডিজার্ভও করি না।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img