৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

এই বিপিএলে অংশ নিচ্ছে না ঢাকা ডায়নামাইটস

- Advertisement -

প্রতিবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বড় ও তারকাবহুল দলগুলোর মধ্যে ঢাকা ডায়নামাইটস অন্যতম। ২০১৫ সাল থেকে খেলা এই দলটি একবার চ্যাম্পিয়ন ও দুবার রানার্স আপ হয়েছে। তবে আসন্ন বিপিএলে অংশ নিচ্ছে না ঢাকা ডায়নামাইটস।

সোমবার (আজ) গণমাধ্যমের সামনে এই বোমা ফাটান বিসিবি বোর্ড পরিচালক ও ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবেদ রশীদ নিযাম।

“আমাদের অভ্যন্তরীন কিছু জটিলতার কারণে এবারের বিপিএলে ঢাকা দল অংশগ্রহণ করছে না।”- বলেছেন নিযাম

এবার বিপিএলে ফ্র্যাঞ্চাইজিসমূহের দরপত্র কেনার শেষদিন ছিলো ৬ ডিসেম্বর (আজ)। বিসিবির এই পরিচালক আরো জানান, মোট ৯টি দরপত্র জমা পড়েছে যার মধ্য থেকে ৬টি দল নিয়ে হবে এবারের বিপিএল। তবে খুব সম্ভবত এবার রাজধানী ঢাকাবাসীই পাচ্ছে না কোন দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img