করোনা যেন অ্যাশেজের পিছি ছাড়ছেই না। এতোদিন ইংল্যান্ড শিবিরে করোনার প্রকোপ ছিলো এখন অস্ট্রেলিয়া শিবিরেও করোনা হানা দিলো।
চতুর্থ টেস্ট খেলতে মেলবোর্ন থেকে সিডনি রওনা ঠিক আগে খবর এসেছে, অজি মিডল অর্ডার ব্যাটার ট্র্যাভিস হেড করোনা পজিটিভ। প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করা হেডকে তো সাতদিনের জন্য মেলবোর্নে ছেড়ে আসতে হয়েছেই, অস্ট্রেলিয়া সিডনির ফ্লাইটও পিছিয়ে দিয়েছে।
Travis Head is OUT of the SCG Test.
Here are the stars who could take his spot 🏏
STORY 👉 https://t.co/fsDmwVXgQs pic.twitter.com/7kHiWMMtyh
— Fox Cricket (@FoxCricket) December 31, 2021
তবে আশার কথা হচ্ছে হেডের কোন কোভিড উপসর্গ নেই এবং হোবার্ট টেস্টের আগেই তিনি ফিরে আসবেন এমনটা আশা করা যাচ্ছে।
দলে করোনাক্রান্ত আরো বাড়তে পারে, এই আশঙ্কায় বাড়তি খেলোয়াড় সিডনিতে ডেকেছে অজি ম্যানেজমেন্ট। মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জশ ইংলিসকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে হেডের জায়গায় আগে থেকেই দলে থাকা উসমান খোয়াজা সিডনি টেস্ট খেলবেন এটা অনেকটা নিশ্চিত।
🚨England head coach Chris Silverwood to miss fourth #Ashes Test after being forced to isolate for 10 days https://t.co/7z4Br0xLKJ pic.twitter.com/1AfWPzIBMm
— Cricbuzz (@cricbuzz) December 30, 2021
সাতজনের করোনা ধরা পড়ায় ইংলিশ শিবির আগে থেকেই টালমাটাল। অস্ট্রেলিয়ার মতো তারাও মেলবোর্নে রেখে আসছে নিজেদের কোচ ক্রিস সিলভারউডকে।
এছাড়াও করোনা পজিটিভ হওয়ায় সিডনি টেস্টে থাকছেন না ম্যাচ রেফারি ও সাবেক অজি কিংবদন্তি ব্যাটার ডেভিড বুন।