৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ওয়ানডে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আইসিসি

- Advertisement -

অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ। চলতি বছরের ৫ অক্টোবর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দেশটির মোট ১২টি শহরজুড়ে অনুষ্ঠিত হবে খেলাগুলো। মঙ্গলবার এই বিষয়গুলো নিশ্চিত করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

এবারের বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ এখন পর্যন্ত মোট ৭টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এছাড়া বাকি দলগুলো হল বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। তবে এখন পর্যন্ত বিশ্বকাপের চূড়্রান্ত কোনো সূচি ঘোষণা করেনি আইসিসি।

তবে জানানো হয়েছে ৪৬ দিন ধরে চলবে এবারের বিশ্বকাপের আসর। মোট ১০টি দলের অংশগ্রহণে নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ে।

মূলত প্রত্যেকটি বিশ্বকাপ শুরুর এক বছরে আগে সূচি প্রকাশ করে থাকে আইসিসি। তবে এবার সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার কারণে। কারণ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ছাড়পত্র পেতে দেরি হচ্ছিল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img