অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা দশজন পেসারকে বেছে নিয়েছেন; যার মধ্যে তিনজন অজি বোলার, তিনজন ক্যারিবিয়ান, একজন করে আছেন পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার। ওয়ার্নের সেরা দশজন পেসারের তালিকায় জায়গা হয়নি কোনো ভারতীয় বোলারের।
No particular order my top 10 fast bowlers…..
Lillee
Akram
Marshall
McGrath
Ambrose
Steyn
Hadlee
Thommo
Holding
Anderson— Shane Warne (@ShaneWarne) September 1, 2021
ওয়ার্ন তার স্পিডস্টারদের শীর্ষ দশের তালিকায় রেখেছেন তিন অস্ট্রেলিয়ান- ডেনিস লিলি, জেফ থমসন এবং তার প্রাক্তন সতীর্থ গ্লেন ম্যাকগ্রাকে। টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন আছেন ওয়ার্নের পেসারদের তালিকায়; এশিয়া থেকে জায়গা পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন ওয়াশিম আকরামও। সদ্য অবসর নেয়া সাউথ আফ্রিকান গতিতারকা ডেল স্টেইনকেও ওয়ার্ন রেখেছেন নিজের সংক্ষিপ্ত তালিকায়।
ওয়ার্নের তালিকা থেকে বাদ যায়নি তিন ক্যারিবিয়ান কিংবদন্তি বোলার ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস এবং মাইকেল হোল্ডিংয়ের নামও। দশজনের দলে আছেন কিউই গ্রেট রিচার্ড হেডলিও।
Go on then. Give me yours in order ! https://t.co/ASdLN75y0q
— Shane Warne (@ShaneWarne) September 1, 2021
ওয়ার্নের টুইটের জবাব দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন; সেরা দশে থাকা কিংবদন্তি বোলারদের নামগুলোকে র্যাঙ্কিং অনুযায়ী দেখার ইচ্ছে প্রকাশ করেন তিনি। ওয়ার্ন জানেন কিংবদন্তি এই বোলারদের ক্রম অনুসারে তালিকা সাজাতে গেলে পড়তে হবে বিপদে, তাই উল্টো পিটারসেনকেই বলেন, “তাহলে চলেন,আমাকে আপনার বোলিং অর্ডার দিন আগে”
ওয়ার্নের টুইটের জবাবে পিটারসেন লিখেছেন, “আমি অবশ্যই দিবো, যদি আপনি আগে দেন”