২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

কবে দেশে ফিরবেন সাকিব?

- Advertisement -

চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল বাবর আজম-শান মাসুদদের বিপক্ষে লাল বলের সিরিজে খেলতে পারেন সাকিব আল হাসান। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন সময় পেলে দেশে ফিরে অনুশীলন করে পাকিস্তানে যাবেন টাইগার অলরাউন্ডার।

তবে গত কয়েকদিনে দেশের পরিস্থিতিতে এসেছে অনেক পরিবর্তন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ায় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। যার কারণে সংসদ সদস্যের পদ হারিয়েছেন সাকিব। এমন পরিস্থিতিতে টাইগারদের সাবেক অধিনায়ক দেশে ফিরবেন কি না তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

সাকিবের দেশে ফেরার বিষয়ে বুধবার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেছেন শাহরিয়ার নাফীস। তিনি বলেন, “টিমে সিলেক্ট হলে স্বাভাবিকভাবেই সাকিব বাংলাদেশে এসে দলের সঙ্গে পাকিস্তানে যাবেন। কিন্তু অনেক সময় ব্যক্তিগত কারণে ক্রিকেটাররা নিজেরা ট্রাভেল করেন, ক্রিকেট বোর্ড সেই সুযোগ দেয়”

সাকিব আদৌ দেশে ফিরবেন কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। টাইগার অলরাউন্ডার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সরকার পদত্যাগ করায় কিছুটা কোণঠাসায় পড়েছেন তারা। এমন অবস্থায় বাকি সদস্যরা যেখানে দেশ ছেড়ে অন্যদেশে চলে যাওয়ার চিন্তা করছেন সেখানে সাকিবের দেশে ফেরা নিয়ে শঙ্কা থাকা স্বাভাবিক।

গত ৬ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সেখানে যেতে পারেননি ক্রিকেটাররা। আগামী ৯ আগস্টের টিকিট ব্যবস্থা করার চেষ্টা করছে বিসিবি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img