পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী ২১ আগস্ট প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে দুই দল। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ৩০ আগস্ট। সিরিজ শুরুর দুইদিন আগে সেই ম্যাচের ভেন্যুতে এসেছে বদল। করাচি থেকে সরিয়ে ম্যাচটি নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে।
কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, করাচি টেস্টটি হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। তবে শেষ মুহুর্তে সেই সিদ্ধান্তে এসেছে বদল।
করাচি থেকে দ্বিতীয় টেস্টটি সরে রাওয়ালপিন্ডিতে আসায় স্বাভাবিকভাবে দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন। ১৯ আগস্ট থেকে অফলাইন ও অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে পিসিবি। এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা।
বাংলাদেশে অনুশীলন করার জন্য অনূকুল পরিস্থিতি না থাকায় পাকিস্তানে আগে ভাগেই গিয়েছে নাজমুল হোসেন শান্তরা। সেখানেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারছেন সাকিব আল হাসান-শরীফুল ইসলামরা।
এছাড়াও আগে থেকেই পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ইতিমধ্যে একটি আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ ড্র করেছে এনামুল হক বিজয়রা। ২০ আগস্ট দ্বিতীয় ম্যাচে শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।