করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির। বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে মেসির করোনা আক্রান্তের খবর। মেসি ছাড়াও পিএসজির আরও তিন খেলোয়াড়ের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
Lionel Messi has tested positive for Covid-19. pic.twitter.com/mMxb30PdzP
— GOAL (@goal) January 2, 2022
সম্প্রতি ইনস্টাগ্রামের এক ভিডিও ভাইরাল হয়, যেখানে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সাথে পার্টিতে গান গাইতে এবং নাচতে দেখা যায় পিএসজি তারকাকে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই ভাইরাসটি ছড়িয়েছে। মেসি ছাড়াও আরও তিন খেলোয়াড় সার্জিও রিকো, হুয়ান বের্নাত এবং নাথান বিতুমাজালাও করোনায় আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।
Lionel Messi and his wife living their best life. pic.twitter.com/TK0RK0iJX2
— Roy Nemer (@RoyNemer) December 29, 2021
মেসি পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২২ ডিসেম্বর, পরবর্তী ম্যাচে সোমবার মাঠে নামবে দলটি। এর আগে ফ্রান্স সরকার ঘোষণা করেছে আইসোলেশনের নতুন আইন। দশদিনের পরিবর্তে করোনায় আক্রান্ত বা ভ্যাকসিন গ্রহণ করা প্রত্যেককেই সাতদিন থাকতে হবে আইসোলেশনে।