আন্তর্জাতিক ফুটবলে আবারো করোনার হানা। এবার আক্রান্ত হলেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। চোটের কারণে কদিন আগে বার্সেলোনার সাথে এল ক্লাসিকোতে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের অধিনায়ক, তবে গ্যালারিতে বসে খেলা দেখেছেন তিনি।
Official Announcement: Sergio Ramos.#RealMadrid
— Real Madrid C.F. ???? (@realmadriden) April 13, 2021
চোট থেকে ফিরে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে খেলার কথা ছিল তাঁর। তবে ইংল্যান্ড যাওয়ার আগে করোনা টেস্টের ফলাফল পজেটিভ আসে, আপাতত দশ দিন আইসোলেশনে থাকতে হবে স্প্যানিশ ফুটবলারকে।
করোনার ধাক্কা সামলে আন্তর্জাতিক ফুটবল মাঠে ফিরলেও দর্শকশূন্য গ্যালারিতেই খেলা হচ্ছে ম্যাচ। তার মাঝেও রামোস করোনা আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ ফুটবলমহলে।