১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

করোনায় স্থগিত বিগ ব্যাশের ম্যাচ

- Advertisement -

কঠোর কোয়ারেন্টাইন নিয়মকানুন, বর্ডার বন্ধ করাসহ নানান যোগাড়যন্তর করেও করোনার চতুর্থ ঢেউ থেকে নিস্তার পাচ্ছে না অস্ট্রেলিয়া। জানা যাচ্ছে আগের তিন ঢেউয়েও যেসব প্রদেশে বা শহরে করোনার প্রকোপ সেভাবে পড়েইনি বলতে গেলে, সেই প্রদেশগুলিতেও এখন প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। এবং অবধারিতভাবে এই ঢেউ গিয়ে লাগছে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটিয় পরিমন্ডলেও।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলের সাত সদস্যের করোনা পজিটিভ ও কোচ ক্রিস সিলভারউডের আইসোলেশনের খবর তো পুরনো। এরপর আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুনও। তবে এখন নতুন খবর, করোনায় স্থগিত হয়ে গেছে বৃহস্পতিবারের (আজ) বিগ ব্যাশের মেলবোর্ন স্টারস ও পার্থ স্কর্চার্সের ম্যাচ।

মেলবোর্ন স্টার্সের একজন সদস্যের করোনা পজিটিভ আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যানা গেছে। বৃহস্পতিবার ম্যাচ শুরুর ১ ঘন্টা আগে এই ঘটনা জানা যায়। এরপর ঐ আক্রান্তের সংস্পর্শে যারাই এসেছিলেন তাদের সকলের আবারও করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে যাদের ফলাফল এখনো আসেনি। কাজেই মারভেল স্টেডিয়ামে এই ম্যাচ মাঠে গড়াতে পারছে না বলেই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

এমনিতে বিগব্যাশের জৈব সুরক্ষা বলয় বেশ ভালোই কাজ করছিলো। কারণ করোনা মহামারীর পর থেকে বিগব্যাশে এই প্রথম কোন করোনা কেস পাওয়া গেল। এর আগে শেফিল্ড শিল্ডের নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া ম্যাচটিও করোনার কারণে স্থগিত হয়েছিলো।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img