৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

কর্তোয়া-বীরত্বে রিয়ালের তিন পয়েন্ট

- Advertisement -

ম্যাচের একেবারে শেষমুহুর্তেও বিলবাওয়ের নিশ্চিত গোলের সুযোগ ফিস্ট করে নষ্ট করেছেন, গোটা ম্যাচজুড়ে হয়ে ছিলেন গোলবারের অতন্দ্র প্রহরী।

ম্যাচের গোলদাতা করিম বেনজেমা হলেও ম্যাচসেরা তাই থিবো কর্তোয়া, যার অসাধারণ পারফরম্যান্সের কল্যাণে আতলেতিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে লিগে টানা ৫ ম্যাচ জিতলো লস ব্লাঙ্কোসরা।

যদিও আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচে আক্রমণ অনেকটাই ছন্নছাড়া ছিলো রিয়ালের। ১৭ টি শট (যার ৭টি ছিলো লক্ষ্যে) নিয়েও ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪০তম মিনিটে লুকা মদ্রিচের ক্রসে করিম বেনজেমার গোলটি ছাড়া আর কোন গোল পায়নি রিয়াল। উল্টো কর্তোয়া না থাকলে হয়তো গোল খেয়ে যেতে পারতো।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img