২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

কলকাতার বিপক্ষে মুস্তাফিজ খেলবেন তো?

- Advertisement -

রবিবার চেন্নাই সুপার কিংস স্কোয়াডের সাথে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কাজে দেশে ফেরায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ মিস করেছিলেন টাইগার পেসার। সেই ম্যাচে জিততে পারেনি চেন্নাই।

মুস্তাফিজের মতো হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে ছিলেন না শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাও। চোটের কারণে লঙ্কান পেসারের সার্ভিস পায়নি চেন্নাই। দুই ডেথ ওভার স্পেশালিস্টের অভাবটা ভালই টের পেয়েছে দলটি। মুস্তাফিজ চেন্নাইয়ের সাথে যোগ দেওয়ায় স্বস্তি ফিরেছে চেন্নাই শিবিরে।

আজ (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গাইকোয়াড়রা। সুনিল নারিন-আন্দ্রে রাসেলদের বিপক্ষে ম্যাচে খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। দলটির এখন পর্যন্ত সেরা বোলার টাইগার এ পেসার। শুধু তাই নয়, এবারের আইপিএলে শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় দুইয়ে মুস্তাফিজ।

এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান

প্রথম ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নেওয়ার পরের ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩০ রানে শিকার করেছিলেন ২ উইকেট। যদিও পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একটু খরুচে ছিলেন ফিজ, তারপরও নিয়েছিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট। সব মিলিয়ে মুস্তাফিজের শিকার ৩ ম্যাচে ৭ উইকেট।

তাই কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজকে দেখার আশা করতেই পারেন সমর্থকরা। ম্যাচটি চেন্নাইয়ে হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছেন ফিজ। চিপকের উইকেট বরাবরই তুলনামুলক স্লো থাকে। যেটা মুস্তাফিজের কাটারের জন্য আদর্শ পিচ। তাই নিশ্চিত করে বলা যেতেই পারে, বাকি বোলারদের চেয়ে একটু হলেও বাড়তি সুবিধা পাবেন ফিজ। এমন বোলারকে একাদশে পেতে চাইবে যেকোনো দলই, চেন্নাইও তার ব্যতিক্রম নয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img