খুবই মজার ব্যাপার ঘটেছে কানপুরের গ্রিন পার্কের বিকেলে। ব্যাটিংয়ে একজন রবীন্দ্র ও একজন প্যাটেল। তাদের আউট করার জন্য বল করছেন আবার আরেকজন রবীন্দ্র ও আরেকজন প্যাটেল।
জয়ের জন্য ভারতের রবীন্দ্র ‘জাদেজা’ ও আক্সার ‘প্যাটেলের’ দরকার ছিলো মাত্র একটি উইকেট। তবে নিউজিল্যান্ডের ‘রাচিন’ রবীন্দ্র ও ‘আজাজ’ প্যাটেলের দশম উইকেট জুটির অসাধারণ দৃঢ়তায় সেই উইকেটটি অধরাই থেকে গেলো ভারতের। দারুণ লড়াই করে প্রথম টেস্টে প্রায় জয়ের সমান এক ড্র তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
দলীয় ১২৮ রানে কেন উইলিয়ামসনের পতনের পর ভারতের জয়ের স্বপ্ন ধাক্কা খায় রাচিন রবীন্দ্র নামক দেয়ালে। ৯১ বলে ১৮ রানের প্রস্তরযুগের ইনিংস খেলে দলকে দিন পার করিয়েছেন রাচিন রবীন্দ্র, মাঝে আরো তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আজাজ প্যাটেল ২৩ রানে ২ রান করে রবীন্দ্রকে দিয়েছেন সঙ্গ