দলে থাকা খেলোয়াড়দের ওপর চাপ তৈরী করতে চান না টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সকলকেই দিতে চান স্বাধীনতা, বিশ্বাস রাখতে চান সবার ওপরেই। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন,
“সবাই অনেক ক্রিকেট খেলেছে। আর আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে, তাদের নিজেদেরই একটা ভাবনা থাকে যে, কিভাবে দলকে জেতানো যায়। সবাই তার তার জায়গা থেকে সেভাবেই চেষ্টা করবে বলে আমি মনে করি। এর জন্য আলাদা করে আসলে বলে দেয়ার কিছু নাই। আমরা মনে করেন, ফোর-ফাইভের স্টুডেন্ট না যে সবাইকে ধরে ধরে শিখিয়ে দিতে হবে।”
সেইসাথে সাকিবের চাওয়া, এশিয়া কাপে উন্নতির একটা ছাপ অন্তত দেখানো যাতে যেতে পারে। হেরে এসে ‘নতুন করে শিখছি’ বলতে চান না টি-টোয়েন্টি অধিনায়ক। একাদশ ঠিক করতে চান কন্ডিশন, কম্বিনেশনের কথা ভেবে। জানিয়েছেন, কারা থাকবেন সেরা একাদশে সেটা এখনও চূড়ান্ত নয়। তবে ম্যাচের দুদিন আগেই জানিয়ে দেয়া হবে খেলোয়াড়দের, কারা খেলতে যাচ্ছেন পরবর্তী ম্যাচ।