৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

কোয়ার্টার ফাইনালে উঠতে বার্সেলোনার বাধা নাপোলি

- Advertisement -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। মঙ্গলবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

২০২০ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বার্সেলোনা। ইউরোপ সেরার লড়াইয়ে নকআউট ম্যাচে সবশেষ নাপোলির বিপক্ষে জিততে পেরেছিল কাতালান ক্লাবটি। প্রথম লেগে দুই দলের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায়, এই ম্যাচ যারা জিতবে তারাই খেলবে কোয়ার্টার ফাইনাল।

নাপোলির বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান কথা বলছে বার্সেলোনার পক্ষে। সব ধরণের প্রতিযোগিতায় দুই দলের সবশেষ ৫বারের দেখায় বার্সেলোনাকে হারাতে পারেনি নাপোলি। ৩ ড্রয়ের বিপরীতে হেরেছে ২টি ম্যাচ।

অবিশ্বাস্য কিছু না ঘটলে লা লিগার শিরোপা এবার জেতা হচ্ছে না জাভি হার্নান্দেজের দলের। তাই চ্যাম্পিয়ন্স লিগের দিকে নজর রবার্ট লেভানডফস্কি-লামিনে ইয়ামালদের। ঘরের মাঠের এই ম্যাচেও ফর্মে থাকা ফেরান তোরেসকে পাচ্ছে না বার্সেলোনা। এছাড়াও ফ্র্যাঙ্কি ডি ইয়ং-পেদ্রিকে মিস করবে জাভির দল।

অন্যদিকে সবশেষ মৌসুমে সিরি আর শিরোপা জেতা নাপোলি লিগে বর্তমানে রয়েছে সাত নম্বরে। ইতিমধ্যে তিনবার কোচ বদল করেছে দলটি। সবশেষ ৫ ম্যাচে অপরাজিত থাকায় বার্সার বিপক্ষে দারুণ কিছুর আশা করছে নাপোলি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে আর্সেনালও। রাত ২টায় ঘরের মাঠে গানাররা পোর্তের মুখোমুখি হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img