অলিম্পিকে ছেলেদের ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে নাটকীয় হার। এরপর ইরাকের বিপক্ষে দাপুটে জয়ের পর শেষ আটের আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। প্রতিযোগিতার শেষ আটে খেলতে হলে ইউক্রেনের বিপক্ষে জয়টা খুবই প্রয়োজন হাভিয়ের মাচেরানোর দলের। সেই লক্ষ্যেই মঙ্গলবার রাত নয়টায় ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে নিকোলাস ওতামেন্দি-হুলিয়ান আলভারেজরা।
প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে একপ্রকার নিশ্চিত ছিলেন সবাই। তবে নিজেদের প্রথম ম্যাচেই হোচট খায় আলবিসিলেস্তরা। নাটকীয়ভাবে আশরাফ হাকিমির মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় তারা। তাতেই পরের রাউন্ডে ওঠা নিয়ে তৈরী হয় শঙ্কা। তবে ইরাককে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা।
‘বি’ গ্রুপে প্রতিটি দলই জিতেছে একটি করে ম্যাচ। তাই সব দলের সামনেই সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। পরের পর্বে যেতে থিয়াগো আলমাদাদের প্রয়োজন ইউক্রেনের বিপক্ষে জয়। অবশ্য ড্র করলেও মাচেরানোর দলের জন্য সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে মিলতে হবে নানারকম হিসাব-নিকাশ। তবে সেসব সমীকরণের মধ্যে থাকতে চায় না আর্জেন্টিনা। ইউক্রেনকে হারিয়ে সরাসরি শেষ আটে যেতে চান মাচেরানো।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার ওতামেন্দির কাছে প্রত্যাশিত পারফর্ম্যান্স পায়নি আর্জেন্টিনা। ইউক্রেনের বিপক্ষে তাকে শুরু একাদশে নাও দেখা যেতে পারে আজ। আরেক অভিজ্ঞ হুলিয়ান আলভারেজও পাননি এখন পর্যন্ত গোলের দেখা। তবে ম্যানচেস্টার সিটি তারকা গোলে রেখেছেন অবদান।
দেখা যাক, ইউক্রেনকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে যেতে পারে কিনা। নাকি আলভারেজ-আলমাদাদের হারিয়ে অঘটনের জন্ম দেয় ইউক্রেন। সেটি দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে রাত নয়টা পর্যন্ত।