১৪ মার্চ ২০২৫, শুক্রবার

‘কোহলি আগ্রাসী, রোহিত অলস’

- Advertisement -

সাত বছর ভারত দলকে নেতৃত্ব দেয়া সাবেক অধিনায়ক ভিরাট কোহলিকে বরাবরই দেখা গেছে মাঠে আগ্রাসী ভূমিকা পালন করতে। অধিনায়কত্ব বিসর্জন দেয়ার পর সাদা বলের ক্রিকেটে তাঁর জায়গায় অধিনায়কের দায়িত্ব পেয়ছেন রোহিত শর্মা। সম্প্রতি, সাবেক পাকিস্তানি ‘স্পিডস্টার’ শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে কোহলি এবং রোহিতের অধিনায়কত্ব নিয়ে নিজের মনোভাব ব্যক্ত করেছেন ভারত দলের সাবেক কোচ রবি শাস্ত্রী। অধিনায়ক হিসেবে কোহলি যতখানি আগ্রাসী ছিলেন, রোহিত নাকি ঠিক তাঁর উল্টো!

“মাঠের কোহলি অনেক বেশি আগ্রাসী। সে যখন একবার মাঠে প্রবেশ করে, তার মধ্যে লড়াকু মনোভাব দেখা যায়। সে আর কাউকে নিয়েই চিন্তা করে না। তবে, রোহিতকে এখন অনেকটাই অলস বলে মনে হয়। মাঝেমধ্যে রোহিতকে দেখে মনে হয়, সৃষ্টিকর্তা যেন উপহার হিসেবেই ম্যাচটা ওকে খুব সহজেই জিতিয়ে দিয়েছে”-বলছিলেন শাস্ত্রী  

ভারতের সাবেক অধিনায়ক মাঠের খেলায় বরাবরই ছিলেন আগ্রাসী

শাস্ত্রীর আশা দলের একজন সাধারণ ক্রিকেটার হিসেবেও কোহলি আগের মতোই ভালো খেলবেন, “যেহেতু সে এখন আর দলের অধিনায়ক নেই, তাই তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আগের মতোই শক্তি নিয়ে ওকে খেলতে হবে, রান করতে হবে এবং ভারতকে জেতাতে সাহায্যও করতে হবে।”  

রোহিতের অধিনায়কত্বের ধরণে খানিকটা অসন্তুষ্ট থাকলেও তাঁর খেলা নিয়ে সাবেক এই কোচ জানান, “রোহিত যখন ফুল ফর্মে থাকে তখন দেখে মনে হয় ওর মতো খুব ব্যাটারই আছে, যারা ওর মতো করে খেলতে পারে।” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img