টানা দুই ম্যাচে শোচনীয় হার মেনে নিতে হয়েছে ভিরাট কোহলিকে। অধিনায়কত্বের শেষের শুরুটা হয়নি ভালো, তবুও নিজ দলের সতীর্থদের আগলে রেখেছেন একজন দায়িত্ববান দলনেতা হিসেবে। ধর্মবিদ্বেষী ট্রলকারীদের বিপক্ষে গিয়ে পাশে ছিলেন মোহাম্মদ শামির। সেই থেকে তাঁকে শুনতে হচ্ছে হাজারো গালিগালাজ, পরিবারকে পড়তে হচ্ছে তোপের মুখে। এবার কোহলির এমন দুঃসময়ে পাশে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।
Dear Virat,
These people are filled with hate because nobody gives them any love. Forgive them.
Protect the team.
— Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2021
সংবাদ সম্মেলনে সতীর্থ শামির পক্ষে ট্রলকারীদের “মেরুদণ্ডহীন” বলায় ক্ষেপে যায় নেটিজেনদের অনেকেই। এমনকি অনলাইনে নয় মাস বয়সী কোহলি-কন্যাকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়া হয়! এমন নেক্কারজনক ঘটনায় হতভম্ব রাহুল, ভোলেননি কোহলিকে সাহস জোগাতেও। ভারত দলনেতাকে উদ্দেশ্য করে তিনি টুইট করেন,
“প্রিয় ভিরাট, এই মানুষগুলোর হৃদয় শুধুই ঘৃণা এবং বিদ্বেষ দ্বারা পরিপূর্ণ। কারণ এরা নিজেরাই কখনো অন্য কারো ভালোবাসা পায়নি। আপনি এদের ক্ষমা করে দিন এবং নিজের দলকে রক্ষা করুন”-বলছিলেন রাহুল গান্ধী
ভারতীয় ক্রিকেটাররা খারাপ খেললে প্রায়ই তাদের শুনতে হয় কট্টর সমালোচনা। শুনতে হয় আজেবাজে কথা, হতে হয় ট্রলের শিকার। তবে পরিবারকে উদ্দেশ্য করে এধরণের আক্রমণ মোটেও কাম্য নয়। মঙ্গলবার “দিল্লী কমিশন ফর উইমেন” (ডিসিডাব্লিউ) এর তরফ থেকে দিল্লী পুলিশকে আগামী ৮ নভেম্বরের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়।