২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ক্ষমা চাইলেন উমর আকমল

- Advertisement -

দুর্নীতির প্রস্তাব পেয়ে সেটি গোপন রাখার জন্য অবশেষে ক্ষমা চাইলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান উমর আকমল।

গত বছর পাকিস্তান সুপার লিগ শুরুর কিছুদিন আগে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটি গোপন করলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ১২ মাসের জন্য নিষিদ্ধ করে উমর আকমলকে।

এক ভিডিও বার্তায় উমর আকমল বলেন, ১৭ মাস আগে আমি যে ভুল করেছি তা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক ক্ষতি করেছে। একজন ক্রিকেটার হিসেবে ক্রিকেট খেলতে না পারাটা অনেক কষ্টের।

ছবি: ইন্টারনেট

তিনি আরো বলেন, এই সময়টাই আমি অনেককিছু শিখেছি, এবং আমার কারণে পাকিস্তান ক্রিকেটের অনেক বদনামও হয়েছে। আমি পিসিবি ও বিশ্বের সকল ক্রিকেট ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে উমর আকমল বলেন, আমাকে ফিক্সিংয়ের কুপ্রস্তাব দেয়া হলে আমি সেটা এন্টি করাপশন ইউনিটকে জানায়নি। ব্যাপারটি আমার একদমই উচিৎ হয়নি। তাই আমাকে ১২ মাস নিষিদ্ধ করা হয়েছিলো।

উমর আকমলের মতো আর কোন ক্রিকেটার ভবিষ্যতে একি ভুল যাতে না করেন সে ব্যাপারেও সতর্ক করে দেন ৩০ বছর বয়সি এই ক্রিকেটার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img