৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

গিলক্রিস্টের কাছে ‘টিপস’ নিচ্ছেন ক্যারি!

- Advertisement -

৮ ডিসেম্বর গ্যাবায় অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজ সিরিজে টিম পেইনের জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। আন্তর্জাতিকে লাল বলের ক্রিকেটে ক্যারি একেবারেই অনভিজ্ঞ হলেও সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট আস্থা রাখছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের উপর, সেইসাথে ক্যারিকে নাকি ব্যাক্তিগতভাবে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দিয়েছেন ‘গিলি’।

“এই সুযোগটা অ্যালেক্সের প্রাপ্য ছিলো। সে সাদা বলের সেট আপে সত্যিই কঠোর পরিশ্রম করেছে। তার কিপিং সত্যিই ধারাবাহিক ছিলো। আমি মনে করি, সে টেস্ট ক্রিকেটে ভালো করতে পারবে”, ফক্স ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলছিলেন

গিলক্রিস্টের মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের কাছ থেকে পরামর্শ পাওয়া বর্তমান সময়ে খেলা যেকোনো ক্রিকেটারের জন্য ভাগ্যের ব্যাপার। সেই সুযোগটাই নাকি নিয়েছেন ক্যারি। গিল্ক্রিস্ট জানান,

“দুই সপ্তাহ আগে বেশকিছু ব্যাপারে পরামর্শ নিতে সে আমার কাছে এসেছিলো। তাঁর কিপিংয়ের উপরই শুধুমাত্র ফোকাস দেয়া হয়নি। বর্তমান সময়ে এসে একজন উইকেটকিপার ব্যাটসম্যান ব্যাটে কেমন রান পাচ্ছে সেদিকেও লক্ষ্য রাখা হয়। সে সবসময়ই খেলার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারেও লক্ষ্য রাখতে পছন্দ করে; হতে পারে সেটা ব্যাট, গ্লাভস কিংবা খেলার প্রযুক্তিগত কোনো ব্যাপার”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img