অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর ক্রিস গেইল জানিয়েছিলেন ঘরের মাঠ থেকে নিতে চান অবসর। কিন্তু নিশ্চিত ছিলেন না সেই সুযোগটা ক্রিকেট বোর্ড করে দিবে কি না। অবশেষে জানা গেল, বিদায়ী ম্যাচের কথা ভাবছে বোর্ডও, সময় চূড়ান্ত না হলেও ভাবনায় আছে গেইলের বিদায়।
“আমাদের ভাবনায় এটা আছে, আমরাও চাই একটা বিদায়ী ম্যাচের আয়োজন করতে। কিন্তু সেটা কখন আর কোন ফরম্যাটে হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না”- ক্রিকবাজকে বোর্ড সভাপতি
তবে, ধারণা করা হচ্ছে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেই গেইলকে দেওয়া হবে সেই সুযোগ। এমনটাই জনিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ, “জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবো। এরপরেই সাবিনা পার্কে একমাত্র টি-টোয়েন্টি। আশা করি সেখানেই আমরা গেইলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারবো।”