২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

গেইলের ক্যাচ, বেন স্টোকসের আফসোস

- Advertisement -

আইপিএল খেলে বেন স্টোকসের ইনজুরি, দুশ্চিন্তায় আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আঙ্গুলের চোটে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন আগেই। এক্স-রে আর সিটি স্ক্যান করার পর বুঝা গেছে অস্ত্রোপচার করা লাগবেই।

মাস তিনেক মাঠের বাইরে থাকতে হতে পারে এই মাইটি অলরাউন্ডারকে। সেক্ষেত্রে জুনে’র প্রথম সপ্তাহ থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না স্টোকস। মিস করতে পারেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজও।

স্টোকসের আশা ছিলো,আইপিএল খেলতে না পারলেও রাজস্থানের ডাগআউটে থেকে অনুপ্রেরণা দিয়ে যাবেন বাকিদের। তবে আশা পুরণ হচ্ছেনা। আজই, ভারত ছেড়ে যুক্তরাজ্য যাচ্ছেন এই অলরাউন্ডার। লিডসে সোমবারই আঙ্গুলে অপারেশন হচ্ছে তার।

সবারই জানা, ক্রিস গেইলের ক্যাচ না ধরলে বড় বিপদ,জীবন পেয়ে ধুন্ধুমার ব্যাটিংয়ে পালটে দিতে পারে ম্যাচের গতিপথ। অথচ, ইউনিভার্সাল বসের ক্যাচ ধরেই বড় বিপদ ডেকে আনলেন বেন স্টোকস। হয়তো,হাসপাতালের বেডে শুয়ে-বসে ভাববেন ক্যাচটা আমার কাছে না আসলেও পারতো।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img