বিশ্বকাপ শুরুর আগে দলগুলোতে যেন ইনজুরি-ধাক্কা থামছেই না। মঙ্গলবার আঙ্গুলের চোটে ইংল্যান্ড শিবিরে অনিশ্চিত হয়ে গেলো লিয়াম লিভিংস্টোনের খেলা। বুধবার জানা গেলো গোড়ালির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনও।
ডান পায়ের গোড়ালিতে এই ইনজুরি তিনি পেয়েছিলেন পাঞ্জাব কিংসের হয়ে সদ্যসমাপ্ত আইপিএলে খেলার সময়েই। এরপরও সময়মতো সেরে যাবেন ভেবে তাঁকে রাখা হয়েছিল বিশ্বকাপের মূল দলেই। তবে ব্যথা আরো বাড়ায় এখন দেশে ফিরে আসতে হচ্ছে অ্যালেনকে।
অ্যালেনের অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজের মূল দলে ঢুকছেন ‘অতিরিক্ত’ হিসেবে দলের সাথে থাকা স্পিনার আকিল হোসেন।