টনি ক্রুস ও মার্কো আসেনসিওর গোলে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনে উঠেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথিরা অবশ্য স্বাগতিকদের কঠিন প্রতিদ্বন্দ্বিতাই উপহার দিয়েছে ম্যাচজুড়ে। গোটা ম্যাচে রিয়ালের চেয়ে গোলে শট বেশি নিয়েছে ইন্টার মিলান, বলের দখলেও প্রায় ৫০-৫০ ছিলো। তবে তাতে তেমন ক্ষতিসাধন হয়নি ম্যাচ উইনারে ভরপুর রিয়ালের। রদ্রিগোর পাস থেকে বাঁ পায়ের মাপা শটে গোল করে প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন টনি ক্রুস। ক্রুসের গোলটির মাধ্যমে ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে রিয়াল।
3) Toni Kroos and Marco Asensio scored too absolute worldies which Handanovic could do nothing about.
The Slovenian keeper was pretty unlucky to concede 2 goals from a combined xG of 0.06 while he made crucial saves and prevented shots worth a total of 1.13 xG. pic.twitter.com/wrsQKY3aMV
— UFO (@UnderratedFO) December 7, 2021
ইন্টারের লড়াকু মনোভাবে ভাটা পড়ে দ্বিতীয়ার্ধে নিকোলা বারেল্লার লাল কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনায়। দশজনের ইন্টার এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৭৯ মিনিটে দূরপাল্লার অসাধারণ এক শটে গোল করে রিয়ালের তিন পয়েন্ট নিশ্চিত করেন এক মিনিট আগেই রদ্রিগোর বদলি হিসেবে মাঠে নামা মার্কো আসেনসিও।