তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দশ উইকেটে হেরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলংকা। শ্রীলংকার দেওয়া ১২১ রানের টার্গেট সাউথ আফ্রিকা পেরিয়েছে কোনো উইকেট না হারিয়ে ৩২ বল হাতে রেখে। ফিফটি করেছেন কুইন্টন ডি কক এবং রিজা হেন্ড্রিকস।
The openers finish off the chase in quick time as South Africa sweep the series 3-0#SLvSA
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 14, 2021
কল্মবোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন লংকান অধিনায়ক দাশুন শানাকা। পাওয়ারপ্লের ছয় ওভারে ৪৮ রান তুললেও তিন উইকেট হারায় শ্রীলংকা। এক পাশ আগলে রেখে রান তলার কাজটা করছিলেন কুশাল পেরেরা। পেরেরার আউট হও্যার পর লংকান্দের আর রান তোলার গতি বাড়েনি। ১৩ ওভারের খেলা শেষে কুশাল পেরেরা ৩৯ রানে আউট হওয়ার পর সাত ওভারে শ্রীলংকা তুলতে পেরেছে ৪০ রান। প্রোটিয়া স্পিনার ব্রোইন ফরচুইন নিয়েছেন ২১ রানে ২ উইকেট, কাগিসো রাবাদা ২ উইকেট নিতে দিয়েছেন ২৩ রান।
স্পিন সহায়ক উইকেটে ১২০ রান চ্যালেঞ্জিং হবে বলেই ধারনা ছিল, ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরুর হতেই সেই ধারনা উবে গেছে। সাউথ আফ্রিকান ওপেনাররা কোনো লংকান বোলারকেই থিতু হতে দেননি। রান তুলেছেন একে অপরকে পাল্লা দিয়ে। দুই ওপেনারের ফিফটির পর ডি কক অপরাজিত ছিলেন ৫৯ রানে আর রিজা হেন্ড্রিকস নট আউট ছিলেন ৫৬ করে। প্লেয়ার অব দ্য ম্যাচ এবং সিরিজ হয়েছেন কুইন্টন ডি কক।