টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে, অনুমিতভাবেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তামিম-সাদমান ইনিংসের শুরুটা করেছিলেন দারুন। তবে সেই ধারা দীর্ঘায়িত হয়নি। কেমার রোচের ইন সুইং ডেলিভারিতে ব্যক্তিগত ৯ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম ইকবাল।
তামিম ফিরে যাওয়ার পর সাদমান দিয়েছেন ধৈর্য্যের পরীক্ষা, সঙ্গে ছিলেন নাজমুল শান্ত। দুজন মিলেই হয়তো শেষ করতে পারতেন প্রথম সেশনের খেলা, তবে শান্ত ফিরে গেছেন রান আউট হয়ে। লাঞ্চ বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে রান। সদামান অপরাজিত আছেন ৩৩ রানে।
তিন পেসারের সাথে স্পিনার রাকিম কর্ণওয়ালকেও ব্যবহার করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট, রাকিমও উইকেট থেকে সুবিধা পেয়েছেন বেশ। টেস্টে দিন যত গড়াবে রাকিম ততই ভয়ংকর হয়ে উঠবেন, এতটুকু অনুমান করাই যায়। অন্য স্পিনার জোমেল ওয়ারিকান তেমন সুবিধা করতে পারেননি।