২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

চট্টগ্রাম পর্বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

- Advertisement -

ঢাকা হযরত শাহজালাল এয়ারপোর্টের ডমেস্টিক লাউঞ্জে হঠাৎই চোখ আঠকে গেলো, আরে; নুরুল হাসান সোহান সাকিবের পাশে কি করছেন!! হুট করেই মনে পরে গেলো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়কই নুরুল হাসান। সবাই একসাথে যাচ্ছেন চট্টগ্রামে, তখন শনিবার সকাল সাড়ে এগারোটা।

চট্টগ্রামে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আর ২ টেস্টের প্রথমটা, দুটোই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, প্রস্তুতি ম্যাচের কথাতো আগেই বলা হয়েছে, ওই খেলাটা আবার এম. এ. আজিজ স্টেডিয়ামে। ওয়ানডে বহরের সাথী হয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকসহ রাহী-ইবাদতরা। সূচী অনুযায়ী ৮ ফেব্রুয়ারি টেস্ট দলের ঢাকায় ফেরার কথা, যদিও তৃতীয় ওয়ানডের পরই রিয়াদসহ যারা টেস্টে দলে নেই, ঢাকায় ফিরে আসবেন।

ঢাকা থেকে আধঘন্টার মতো উড়ান, চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দল পৌঁছেছে পৌনে একটার মধ্যে। ঢাকায় হোটেল থেকে বের হয়ে এয়ারপোর্ট, সেখান থেকে চট্টগ্রাম; সব জায়গাতেই সর্ব্বোচ্চ স্বাস্থ্য সতর্কতার সাথে নিরাপত্তাও ছিলো কড়া। টাইগারদের আশপাশে ঘেঁষতে দেয়া হয়নি কাউকে। চট্টগ্রামে নেমে এয়ারপোর্ট থেকে আধ ঘন্টার মধ্যেই টিম হোটেলে পৌঁছেছে দুই দল। তারপর আর কারও টিকিটিও দেখা যায়নি।

 

রবিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই অফিশিয়াল প্র্যাকটিস সেশনে নামবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চলবে দুই বেলা, সকাল-বিকাল। সোমবার সিরিজের শেষ ওয়ানডে।

বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ সূচী (চট্টগ্রাম পর্ব)

বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ ৩য় ওয়ানডে (২৫ জানুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)

বিসিবি একাদশ – ওয়েস্ট ইন্ডিজ ৩দিনের প্রস্তুতি ম্যাচ (২৯-৩১ জানুয়ারি, এম. এ. আজিজ স্টেডিয়াম)

বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট (৩-৭ ফেব্রুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img