৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

চার ম্যাচে তামিমের “দুই” ফিফটি

- Advertisement -

অভিষেকেই ফিফটি, ৬৭* রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই সেদিন ছেড়েছিলেন মাঠ। পরের দুই ম্যাচে অবশ্য সেভাবে হাসেনি তামিমের ব্যাট; দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৮, পরেরটায় ২১। তানজিদ তামিম অবশ্য বাদ পড়েননি, চতুর্থ ম্যাচে লিটনকে বসিয়ে রাখা হয়েছে তাকেই।

আস্থার প্রতিদানও দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। দারুণ সব শট খেলে পূরণ করেছেন নিজের অর্ধশতক। সেটাও মাত্র ৩৪ বলে, ৭ চার আর ১ ছয়ে। সবচেয়ে বড় কথা, তানজিদের কল্যাণে প্রথমবারের মতো চলতি সিরিজে ওপেনিংয়ে ১০০ রানের জুটি দেখা গেছে, তাতে অবশ্য সৌম্যের আছে ৩০ বলে ৩৪* রানের অবদান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই দুই ফিফটি! যদিও শেষ অব্দি ৫২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। কিন্তু তার কাছ থেকে দলের যেই প্রত্যাশা, তা বোধহয় মেটাতে পেরেছেন। সেইসাথে বিশ্বকাপের জন্য প্রস্তুত, দিতে পেরেছেন সেই জানানটাও।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img