জুনিয়র এএইচএফ কাপ হকিতে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশের যুবারা। সিঙ্গাপুরে আজ (রবিবার) বিকেলে ফাইনালে ৪-২ গোলে হারায় বাংলাদেশ। এতে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
প্রথমার্ধেই চীনের জালে ৩ গোল দেয় বাংলাদেশ। ২২ মিনিটে প্রথমবার দলকে এগিয়ে দেন রকিবুল। এর ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল। ২৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রকিবুল।
তবে পরপর দুটি গোল করে বাংলাদেশকে বেশ চাপে ফেলে চীন। নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল তারা। তবে তাদের সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। ৫৩ মিনিটে মো: জয়ের গোলে ব্যবধানটা ৮-২ করে লাল-সবুজ জার্সিধারীরা। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।