২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

চেন্নাইয়ে টাইগারদের দুঃস্বপ্নের দিন; ৩০৮ রানে এগিয়ে ভারত

- Advertisement -

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে আছে ভারত। দুই দলের প্রথম ইনিংস শেষে ২২৭ রানে এগিয়ে থাকা স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৮৩ রান। ৬৪ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন গিল, রিশাভ পান্তের সংগ্রহ ১৩ বলে অপরাজিত ১২ রান।

বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট করার পর ফলো অন করানোর সুযোগ ছিল রোহিত শর্মার সামনে। তবে ভারতীয় অধিনায়ক তা করেননি বরং টাইগারদের বড় লক্ষ্য দেওয়ার উদ্দেশে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদকে দুই চার মেরে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত দিয়েছিলেন জয়স্বী জয়সওয়াল। হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে বাউন্ডারি মেরেছিলেন রোহিতও। তবে নিজের দ্বিতীয় ওভারে এসে ভারতীয় অধিনায়ককে থার্ড স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন। প্যাভিলিয়নে ফেরার আগে রোহিতের ব্যাট থেকে আসে ৭ বলে ৫ রান।

প্রথম ইনিংসে ফিফটি করা জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি। তরুণ এ ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন নাহিদ রানা। উইকেটের পেছনে জয়সওয়ালের ক্যাচ নিয়েছেন লিটন দাস।

দুই উইকেট হারানোর পর কোহলি ও গিল মিলে জুটি গড়ার দিকে মনোযোগ দিয়েছিলেন। কোহলি দেখেশুনে খেললেও আরেকপ্রান্তে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছেন গিল। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি কোহলি। মেহেদী মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৩৭ বলে ১৭ রান করেছেন তিনি। তবে রিভিউ নিলে বাচতে পারতেন তিনি। কোহলি আউট হয়ে ফিরে যাওয়ার পর রিপ্লেতে দেখা গেছে প্যাডে বল লাগার আগে তার ব্যাট স্পর্শ করেছে।

এরপর বাকি সময়টা রিশাভ পান্তকে সাথে নিয়ে কাটিয়ে দিয়েছেন গিল। দ্বিতীয় দিন শেষে ৬৪ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন গিল, পান্তের সংগ্রহ ১৩ বলে অপরাজিত ১২ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন হাসান তাসকিন, নাহিদ ও মিরাজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img