৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

চেন্নাইয়ের পরবর্তী ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা!

- Advertisement -

গতকাল (মঙ্গলবার) ভারত থেকে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারের দেশে ফেরার কারণটা ইতিমধ্যে সবারই জানা। আগামী ১জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা প্রসেসিং করতেই ঢাকা ফিরেছেন ফিজ।

ধারণা করা হচ্ছিল, আগামী শুক্রবার সাইরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস স্কোয়াডের সাথে যোগ দেবেন মুস্তাফিজ। সেই ম্যাচে টাইগার পেসার খেলা নিয়ে রয়েছে শঙ্কা এমনটাই খবর ইএসপিএনক্রিকইনফোর।

এবারের আইপিএলে মুস্তাফিজের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম তিন ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। দারুণ পারফর্ম্যান্স করে চেন্নাইয়ের একাদশে নিজেকে করে তুলেছেন গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার সাথে ডেথ ওভারে মুস্তাফিজের রসায়নটাও জমেছে বেশ।

মুস্তাফিজের অনুপস্থিতে কপাল খুলতে পারে মাহিশ থিকসানার। যিনি চেন্নাইয়ের প্রথম ম্যাচে খেলার পর আর একাদশে সুযোগ পাননি। এছাড়াও ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও রয়েছেন সুযোগের অপেক্ষায়। এখন পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে চলমান মৌসুমে মাঠে নামা হয়নি তার। তাই মুস্তাফিজের অনুপস্থিতি মঈনের জন্য আর্শিবাদ হয়ে আসতে পারে।

লোকাল প্লেয়ারদের উপরও আস্থা রাখতে পারে চেন্নাই। মুস্তাফিজের পরিবর্তে মুকেশ চৌধুরীকে খেলাতে পারে দলটি। যদিও ২০২২ সালের পর থেকে প্রতিযোগিতামুলক ম্যাচ খেলেননি তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img