উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ । হাইভোল্টেজ এই ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথ্য দিবে বায়ার্নকে। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলে সমতায় শেষ করে কার্লো আনচেলত্তির দল । তাই ফাইনালে উঠার লড়াইয়ে দুই দলেরই সামন সুযোগ থাকছে ।
ঘরের মাঠে পরিসংখ্যান আবার কথা বলছে রিয়ালের পক্ষে, কারন ২০০০ সালে পর সাত ম্যাচেই বার্নাব্যুতে জয়ের মুখ দেখেনি বাভারিয়ানরা । তবে অতীত বলছে রিয়াল-বায়ার্ন মানেই এক জমজমাট লড়াই ,গেলো ২৭ ম্যাচের দেখায় রিয়াল জিতেছে ১২ আর বায়ার্ন জিতেছে ১১ ম্যাচে । আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব ।
গতকাল রাতে ঘরের মাঠে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ১১ বছর পর ফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড। প্যারিসের ক্লাবটি আবারও ব্যর্থ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে । আজ রাতে দেখা যাবে শিরোপার জয়ের জন্য ফাইনালে ডর্টমুন্ডের প্রতিপক্ষ কে হয় রিয়াল নাকি বায়ার্ন?