বাংলাদেশের পক্ষে এককভাবে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবির বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ, ক্রিকেট পাড়ার আকাশে বাতাশে অনেকদিন ধরেই ভাঁসছিল এমন গুঞ্জন। সেই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পর্যাপ্ত স্টেডিয়াম না থাকায় বিশ্বকাপের মতো বড় আসরে একক আয়োজক হওয়া সম্ভব নয় বাংলাদেশের জন্য।
আমরা চাইলেই বিশ্বকাপ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে পারব না। বিশ্বকাপের আয়োজক হতে হলে অন্তত ১০টি আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম থাকতে হবে। সেটি আমাদের নেই। টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে হলে অন্তত ৮টি আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম থাকতে হয়, তাও আমাদের নেই। তাই বিশ্বকাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক হওয়ার আমাদের সম্ভব নয়।
তবে হাল ছাড়ছে না বিসিবি। বেঁছে নিচ্ছে ভিন্নপথ। পাপনের ভাষ্যমতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বিড করবে বাংলাদেশ। ২০২৫ এবং ২০২৯ সালে দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় আইসিসি। এই দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্তত একটি একক আয়োজন করতে চায় বাংলাদেশ।
এছাড়া ২০২৭ ও ২০৩১ সালের দুটি ওয়ানডে বিশ্বকাপের যেকোনো একটি যৌথভাবে আয়োজন করার জন্য বিড করবে বিসিবি। এর আগে ২০১১ বিশ্বকাপের যৌথ এবং ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বাংলাদেশ।