বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ড্র হওয়ার পর শনিবার প্রকাশ পেয়েছে এবছরের ইউসিএলের পূর্নাঙ্গ ফিক্সচার। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে সেইন্ট পিটার্সবার্গে দুই হাজার বাইশের ২৮ মে’র ফাইনাল দিয়ে।
বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা এক গ্রুপে স্থান পাওয়ার পরই ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল এই ম্যাচের। ইউসিএল শুরুর দিনই মাঠে দেখা হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার। নিজেদের মাঠ ক্যাম্প ন্যু তে বার্সা সুযোগ পাবে ৮-২ এর দুঃস্মৃতিতে জয়ের প্রলেপ দেওয়ার। প্রথমদিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রুপ স্টেজের খেলার পর রাউন্ড অব সিক্সটিনের খেলা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। মার্চ এপ্রিলে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের পর এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল হবে রাশিয়ার সেইন্ট পিটাসবার্গে।