২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে জুভেন্টাস

- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগে রাতে শেষ ষোলর প্রথম লেগে মাঠে নামবে জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত ২টায় পোর্তোর মুখোমুখি তুরিনের ওল্ড লেডিরা। একই সময়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে সেভিয়া।

লিগে আলো ছড়ালেও দুই যুগেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা খড়ায় কাটছে জুভেন্টাসের। মাঝে পাঁচবার ফাইনাল খেললেও ট্রফি ঘরে তুলতে পারেনি সিরি-আ চ্যাম্পিয়নরা। তবে এবার সেই সুযোগ হাত ছাড়া করতে চান না পিরলোর দল ।

লিওনার্দো আর পাওলো দিবালাকে এ ম্যাচে পাবে না জুভেন্টাস, তাই কোচের সব ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর। পোর্তোর সঙ্গে চারবারের দেখায় জুভেন্টাসরের তিন জয়ের বিপরীতে এক ম্যাচ হয়েছে ড্র। দু-দলের পরিসংখ্যান বিবেচনায় এগিয়ে থেকে মাঠে নামবে রোনালদোরা।

অন্যদিকে লা লিগায় উড়তে থাকা সেভিয়া আতিথ্য দেবে ডর্টমুন্ডকে। শেষ ৯ ম্যাচ জিতেছে লোপেতেগুই শীষ্যরা। যেখানে শেষ সাত ম্যাচে কোন গোল হজম করেনি দলটি। বিপরীতে বুন্দেসলিগায় শেষ ছয় ম্যাচে মাত্র এক জয় ডর্টমুন্ডের। এর আগে দুদলের দুবারের দেখায় এক জয়ে এগিয়ে সেভিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img