স্পিন ত্রাসে দেড়দিনে আহমেদাবাদ টেস্ট জিতে বেশ ফুরফুরে রয়েছে কোহলি বাহিনী। সিরিজের ড্রাইভিংসিটেও বসে পড়েছে স্বাগতিক ভারত। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হতেও এগিয়ে এখন কোহলিরা। আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ডের বিশ উইকেটের ১৯ টাই নিয়েছে স্পিনাররা। তৃতীয় টেস্টে দুই পেসার ছিল ভারতের একাদশে। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে এক পেসার নিয়ে খেললেও অবাক হওয়ার কিছু থাকবেনা।
তাইতো শেষ ম্যাচের আগে জশপ্রীত বুমরাহকে ছুটি দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন এই পেস বোলার। ইংল্যান্ডের বিপক্ষ সিরিজ দিয়েই ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। চেন্নাই টেস্টে নেন চার উইকেট। দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে ছিলেন। আর সবশেষ টেস্টে ফিরে উইকেট শূণ্য ছিলেন। স্কোয়াডে এখন দু’জন পেসার রয়েছেন, উমেশ যাদব এবং মোহাম্মদ সিরাজ। শেষ টেস্টাও আহমেদাবাদে। স্বাভাবিকভাবেই স্পিনারদের ত্রাস থাকবে। সেজন্য বুমরাহর বদলি হিসেবে একজন অতিরিক্ত স্পিনার অথবা একজন অলরাউন্ডার নেয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজেমেন্টের।