৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ছেলেরা না পারলেও মেয়েরা ঠিকই করলো পাকিস্তান-বধ!

- Advertisement -

শেষ ১৮ বলে লাগতো ৩৫ রান। বাংলাদেশ সেই রান করলো ১৬ বলে! ২ বল হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে তুলে নিলো তিন উইকেটের অসাধারণ এক জয়!

কি ভাবছেন আগামীকালকের শেষ টি-টোয়েন্টির আগাম ভবিষ্যদ্বাণী করছি? মোটেই না, এই জয় পুরুষদের নয়, এই জয় নারীদের!

পুরুষ ক্রিকেটাররা যেখানে ব্যর্থ বিশ্বকাপ শেষে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাচ্ছে, সেখানে সবার অলক্ষ্যেই সূদূর জিম্বাবুয়ের হারারেতে নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে রবিবার (আজ) এই জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারীদল। দেশের ক্রিকেটের বর্তমান খারাপ সময়ে যা স্বস্তির সুবাতাস বইয়ে দেবে নিঃসন্দেহে!

হারারেতে টসে জিতে ব্যাটিংই নেন বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নিগার সুলতানা। ৫০ ওভার শেষে পাকিস্তানের স্কোর হয় ২০১/৭! অথচ এতো রান করার কথাই ছিলোনা পাকিস্তানের। পেসার রিতু মনি ও স্পিনার নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে ১০০-র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিলো যারা, সেই পাকিস্তান আর মাত্র ২ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে যোগ করে আরো ১৫১ রান। এর পেছনে কৃতিত্ব লেট অর্ডার ব্যাটার নিদা দার ও আলিয়া রিয়াজের। নিদা ৮ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আলিয়া ৮২ বলে করেন ৬১। বাংলাদেশের পক্ষে রিতু মনি ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।

নারী ক্রিকেটের পরিপ্রেক্ষিতে ২০২ কম রানের লক্ষ্য নয়। দলীয় ১০ রানেই ওপেনার মুর্শিদা হ্যাপিকে হারিয়ে আরো চাপে পড়ে টাইগ্রেসরা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন আখতার ও ফারজানা হক গড়েন ৭০ রানের জুটি, অবশ্য দুজনই রান করেন মন্থর গতিতে। শারমিন আউট হন ৬৭ বলে ৩১ রান করে, ফারজানা ৯০ বলে ৪৫! মাঝখানে নিগারও ৪ রানে আউট হন।

৫ম উইকেট জুটিতে রুমানা হক ও রিতুমনি আবারো গড়েন বড় জুটি। এবার রান তোলায়ও হাল্কা গতি আসে। তবে শেষ ১০ ওভারে ৮৯ রানের লক্ষ্যটাও কম বড় ছিলো না! রিতু ৩৭ বলে ৩৩ করে আউট হবার পর যা আরো কঠিন হয়ে যায়।

মরার ওপর খাড়ার ঘা হিসেবে ৪৬তম ওভারে জোড়া আঘাত হানেন পাকিস্তানি বোলার ওমাইমা সোহেল। পরপর দুইবলে লতা মন্ডল ও ফাহিমা খাতুনকে তুলে নেন এই পেসার। এরপর বাংলাদেশকে জেতানোর ভার ওঠে দুই অভিজ্ঞ সেনানী সালমা খাতুন ও রুমানা আখতারের কাঁধে!

এই ওমাইমারই পরের ওভারে চারটি বাউন্ডারি সহ ১৮ রান নেন সালমা-রুমানা। পরের ওভারে পেসার ডায়ানা বেগকে পিটিয়ে নেন আরো ১২ রান। জয় তখন সময়ের ব্যাপার হয়ে যায়! রুমানা ৪৪ বলে ৬ বাউন্ডারিতে ৫০* পূর্ণ করেন, সালমা খেলেন ১৩ বলে ১৮ রানের ‘ক্যামিও’!

করোনা মহামারীর পর নারী ক্রিকেট শুরু হবার পর থেকে এই নিয়ে টানা চারটি ওয়ানডে জিতেছে বাংলাদেশ নারী দল!

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img